Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
প্রজেক্ট ৯০
প্রকল্প শুরু
20/01/2022
সর্বশেষ হালনাগাদের তারিখ
20/11/2022
কাজের বর্ননা

শতভাগ শিশু বিদ্যালয়ে উপস্থিতি ণিশ্চিতকরণ প্রজেক্ট

প্রতিদিন  বিদ্যালয়ে ৯০ ভাগ  শিশুর উপস্থিতি এবং সপ্তাহে যে কোন এত দিন শতভাগ ১০০ % শিশুর উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে মাধবপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে প্রজেক্ট ৯০। 

অংশগ্রহনকারী: সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, এসএম সি 

কার্যক্রম: হোম ভিজিট, উঠান বৈঠক, নিয়মিত যোগাযোগ।

প্রসেস ম্যাপ: শিক্ষকগণ ছাত্রছাত্রীদের উপস্থিতি ৯০ % এর কম হলে অনুপস্থিত শিশুর বাড়ি  যাবেন। নিয়মিতভাবে শিক্ষার্থীর উপস্থিতির বিষয়টি গুরুত্বে সাথে তদারকি করবেন। কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শণে শিক্ষার্রথীর উপস্থিতি কম হলে বাড়ি অনুপস্থিত শিশুর বাড়ি যাবেন। অনুপস্থিতির কারণ জানবেন। 

প্রভাবঃ এই কার্যক্রম  পরিচালনা ও বাস্তবায়নের ফলে শিক্ষাথীর অনুপস্থিতি প্রায় শুন্যে নেমে এসেছে। বিদ্যালয় ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয়েছে।

শতভাগ উপস্থিতি ধারাবাহিকভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে এমন  তিনটি  বিদ্যালয়কে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছে।


ডাউনলোড