শিক্ষকগণ প্রধানত বেতন বিবরণী ও জিপিএফ স্লিপ প্রাপ্তির জন্য শিক্ষা অফিসারের ওয়াটসআপ মোবাইল নম্বর (0১৯১৫৮৪৯৮৮৬ ) তাদের ১৭ ডিজিট এন আই ডি প্রেরণ করেন । উপজেলা শিক্ষা অফিসার প্রতিদিন সন্ধার পর , রাতে বা ভোরে আইবাস থেকে তথ্যাদি ডাউনলোড করে শিক্ষকগেণের মোবাইলে তা প্রেরণ করেন। শিক্ষকগণ তার বিদ্যালয়ের প্রিন্টার থেকে বেতন বিবরণী প্রিন্ট করে নিতে পারেন।
এই সেবাদানের ফলে শিক্ষকগণকে অফিসে এসে সময় ক্ষেপন করতে হয় না। বিদ্যালয়ে বসেই তিনি সেবাদি পেয়ে যোচ্ছেন । এত তার সময় অর্থ ও ভ্রমণের ধকল হচ্ছে না । তিনি অধিক সময় বিদ্যালয়ে মনোনিবেশ করতে পারছেন।
শিক্ষকগণের অফিসে আসা প্রায় বন্ধ হয়ে গেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS